Answered 3 years ago
আমার প্রিয় ঐতিহাসিক উপন্যাস হচ্ছে- সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব পশ্চিম'। অসাধারণ এক উপন্যাস। এই উপন্যাসটি আমি মোট তিনবার পড়েছি। দুই খন্ডের বিশাল উপন্যাস। অসংখ্য চরিত্র, অসংখ্য ঘটনা। কিন্তু বুঝতে বেগ পেতে হয় না। দেশ ভাগ, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব ঘটনা আছে। লেখক এই উপন্যাস চমৎকার দক্ষতা দেখিয়েছেন। আমি মনে করি প্রতিটা বাঙ্গালীর এই উপন্যাসটি পড়া উচিৎ।
rabiyaborshi publisher