আপনার প্রথম পিরিয়ড বা মাসিকের অভিজ্ঞতা কেমন ছিল জানাবেন কি?

1 Answers   11.8 K

Answered 2 years ago

খুবই হাস্যকর হলেও সত্য আমার পিরিয়ডের অভিজ্ঞতায় কোনো টুইস্ট ছিলো নাহ।আমি তখন ক্লাস সেভেনের ফাইনাল এক্সাম দিবো।নভেম্বরের শুরুর দিক।আমার আশে পাশের সব বন্ধুদের পিরিয়ডের কথা একজন আরেকজন কে বলতো।আমি শুধু হা করে তাকিয়ে থাকতাম।এছাড়া উপায়ও ছিলো না তেমন।তো একদিন আমার অনেক ভালো এক বন্ধু বললো স্কুলে এসে ওর নাকি পিরিয়ড হয়েছে।জানি না আমার সহপাঠী রা একটু অদ্ভুত কিনা।ওরা একেকজন এসে ওকে অভিনন্দন জানাচ্ছিলো। তো এভাবে আরো কয়েকদিন যাওয়ার পর বিকালের দিকে আমি দেখতে পাই আমার ব্লিডিং হচ্ছে।আমি আগে থেকেই এই ব্যাপারে জানতাম। আমি সোজা গিয়ে মম কে বললাম,মম,আমার কি জানি একটা হইসে।উল্লেখ্য আমি কেন জানি লজ্জা পাচ্ছিলাম বলতে।মম কিছু না বলেই আমাকে একটা প্যাড হাতে ধরায় দিলো।আমি জানি না কিভাবে পড়তে হবে,তো আমি ওয়াশরুমে যাওয়ার পর,বুঝতে পারলাম।আর যেভাবেই হোক প্যাড পড়ে বাইরে আসলাম।তো আমার মা তখন একটা উৎসবের মত ব্যাপার শুরু করলো।খালা,নানু,ফুপি সবাইকে কল করে বলছে আমার পিরিয়ডের কথা।আমার কাছে এত লজ্জা লাগছিলো! বাট একটা ব্যাপার ভাবতে মজা লাগছিলো,স্কুলে সবাই এসে আমাকেও অভিনন্দন জানাবে।মমকে জানি কে বলেছে হলুদ,সোনা আর রুপার পানি মিশিয়ে গোসল করলে পিরিয়ডের সময় কোনো সমস্যা হয় না।তো আমি গোসল করলাম।এই প্রথম আমার ভয় ভয় লাগা শুরু হলো।আমার মা একটু বেশি পরিষ্কার স্বভাবের হওয়ায় আমি বিছানায় বসতেও ইতস্তত বোধ করছিলাম।আমাকে কিছু বলার আগেই আমি নিজে নিজে নিচে বিছানা করে অন্যরুমে শুয়ে পড়তে গেলাম।মম তখন বললো,"এত ঢং করতেসিস কেন?এদিকে আয়।"তখন মমের সাথে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম।এরপর আমি অনেক মাস যাবত মনে মনে চাইতাম,আমার যাতে আর কখনো পিরিয়ড না হয়।নামাজ পড়ে অনেক দোয়াও করতাম আগে পিরিয়ড না হওয়ার জন্য!কেন জানি একটা ঝামেলা মনে হতো এটা।এরপর কমপক্ষে এক বছরের মত আমি মমের কাছে প্যাডের কথা বলতে লজ্জা পেতাম।আস্তে আস্তে ব্যাপার টা আমার কাছে স্বাভাবিক হয়েছে।তবে পিরিয়ডের সময় পেট ব্যাথার কথা ভাবলে এখনও শিউরে উঠতে হয়।


Tithi Khatun
tithikhatun
444 Points

Popular Questions