Answered 3 years ago
পাঁচ থেকে শুরু করি; এটি হলো Sidtalk সৌজন্যে সিদ্বান্ত জৈন ভূপালের ক্রিয়েটর অনেক জলভাত করে বুঝিয়ে দেন, অনেক আগে থেকে দেখে আসছি, ওনার কনটেন্ট এ অনেক দম আছে, দু এক মাসে একটা ছাড়লেও ভালো ভিউ আসে মানে কোয়ালিটি কনটেন্ট।
নম্বর চার হলো Great Ideas Great life (Gigl) ; আগে Facttechz এর ভিডিও দেখতাম কিন্তু ওই চ্যানেল এর কনেন্ট ভারাইটি হলেও স্পেসিফিক না হওয়ায় GIGL এর চ্যানেল বললাম, অনেক Bestseller বই নিয়ে ভিডিও বানান, Seeken ও এই কেটাগরিতে ভিডিও বানান! কিন্তু Gigl এর আরেকটা বিজনেস চ্যানেল আছে, Gigl বিজনেস তাছাড়া অ্যাপস এর Audiobooks summary গুলাও দারুন।
তিন নম্বরে হলো থিঙ্ক স্কুল, আদিত্য সৈনি, ইন্টেলেকচুয়াল ইন্ডিস ও বিবেক বিন্দ্রা র মত ইউটিউব চ্যানেল গুলো, মাঝে মধ্যে Case Study গুলো দেখি।
দুই নম্বরে আসে knowledgable চ্যানেল যেমন Ted Talk/ED, ইন্ডিয়া ইন পিক্সল (অনেক দারুন চ্যানেল)
আর হ্যাঁ ড্রুভ রাঠি কে ভুলা চলবেনা!
নম্বর এক এ আসে, মোটিভেশন চ্যানেল, প্রথম প্রথম মোটিভেশন ভিডিও অনেক দেখতামসত্যিই বলতে এগুলো সময় নষ্ট ছাড়া আর কিছু নয়, দেখার পর একটা কিক আসে তার পর যেইসেই! অনেকে মোটিভেশন কে প* এর সঙ্গে তুলনা করে। যাইহোক সন্দীপ মহেশ্বরি ব্যতিক্রম মনে হলো কারণ ইনি ইন্সপায়ার করেন, ধৈর্য্য ধরে দেখতে পারলে অনেক কিছু শিখতে পারবেন (অনেক বই এর কথা ওনার কাছ থেকে জেনেছি!)
hafizakhatun publisher