আপনার পড়া বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস কোনগুলো?

1 Answers   5.9 K

Answered 3 years ago

আমার পড়া বাংলা সাহিত্যের অনেক গুলো সেরা উপন্যাস আছে। আমি আপনাকে ১০টি উপন্যাসের নাম বলছি-

১। পুতুলনাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায়।

২। তিথিডোর- বুদ্ধদেব বসু।

৩। ক্রাচের কর্নেল- শাহাদুজ্জামান।

৪। লালসালু, কাঁদো নদী কাঁদো- সৈয়দ ওয়ালিউল্লাহ।

৫। হাজার বছর ধরে- জহির রায়হান।

৬। দৃষ্টিপাত'- যাযাবর।

৭। শেষের কবিতা ও গোরা- রবীন্দ্রনাথ ঠাকুর।

৮। কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র।

৯। তিতাস একটি নদীর নাম- অদ্বৈত মল্লবর্মণ।

১০। পার্থিব ও দূরবীন লেখক- শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

Administrator
admin
0 Points

Popular Questions