আপনার পছন্দ অনুযায়ী, দশটি বিখ্যাত ইংরেজি চলচ্চিত্র কোনগুলি?

1 Answers   10.8 K

Answered 3 years ago

১। A Family Man (2016)

একজন আমাদের মতো খেঁটে খাওয়া মানুষ, যে প্রতিনিয়ত তাঁর পরিবার এবং ক্যারিয়ারের মাঝে সমতা বজায় রাখতে চেষ্টা করছেন, ম্যানেজ করছেন। কিন্তু জীবন যখন তাঁকে পরীক্ষায় ফেলে দেয়, সে কি করে? অসাধারণ মুভি, সকল পারিবারিক এবং সামাজিক জীবের দেখা উচিত।

২। Cinderella Man (2005)

রাসেল ক্রো মানেই অন্য কিছু। গ্ল্যাডিয়েটর, আ বিউটিফুল মাইন্ডের নাম লিস্টে দিতে পারিনি, এই মুভিটার নাম লিস্টে দিতে পেরে কিছুটা হলেও তাঁর প্রতি আমার ভালোবাসার নমুনা রাখতে পেরেছি। প্রত্যেক মানুষের "অবশ্যই দেখা উচিত" মুভির লিস্টে এইটা থাকা উচিত। এটাও পরিবারের জন্য একজন মানুষের চরম ত্যাগের কাহিনী, মন ভালো করে দেওয়ার মতো মুভি।

৩। The Founder (2016)

যারা এন্টারপ্রেনার হতে চান, তারা অবশ্যই এই মুভিটা দেখবেন। ম্যাকডোনাল্ডসেরআজকের ম্যাকডোনাল্ডস হয়ে উঠার কাহিনী এই মুভি। প্রতারনাও যে অসাধারন কিছু সৃষ্টি করতে পারে, সেটাই দেখতে পারবেন। খুব খুব মজা পাবেন, গ্যারান্টেড।

Bread Rana
breadrana05
298 Points

Popular Questions