Answered 2 years ago
ধন্যবাদ কিশোর দাশ! মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য মৃত্যুর মূহুর্তটাতে চলে গিয়েছিলাম।
কষ্ট যতটুকু পাব সেটা বোঝানো মনে হয় না সম্ভব। তবে এই পৃথিবীর মায়া কাটাতে খুব কষ্ট হবে।বাবা,মা,ভাই-বোন, আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব ও অন্যান্য প্রিয় জিনিসগুলো চিরদিনের জন্য ছেড়ে যেতে কি পরিমাণ কষ্ট হবে সেটা সেই মূহুর্তে আমি ছাড়া অন্য কেউই বুঝতে পারবে না। যদি ধর্মীয় দিক থেকে বলি,আমি যদি ইমান নিয়ে মরতে পারি তবে কষ্টের(মৃতুর যে কষ্ট টা হওয়ারই) সাথে তৃপ্তির আনন্দ টাও থাকবে।(আর তা না হলে কি হবে এটা আমি ভাবতেও চাই না)।তাই কামনা করি যেন ইমানের সাথে মৃত্যু হয়।
akhikhatun publisher