Answered 2 years ago
অনেক কিছুই ভন্ডামি মনে হয়…
০১) মাদ্রাসায় পড়ুয়া মানেই জান্নাতি আর জেনেরালে পড়ুয়া মানেই জাহান্নামি এরকম মনোভাব পোষণ করা।
০২) তাবিজ বিক্রি করা হচ্ছে অন্যতম সেরা একটা ভন্ডামি। আর মানুষ গুলোও পাগলের মত তাবিজ নেয়। তাও যেকেউ তাবিজ লিখলে হয় না। গুরুত্ববান ব্যাক্তি লিখে দেওয়া লাগে।
০৩) বাবা-মা বেঁঁচে থাকাকালীন খবর না নেওয়া। আর মারা যাওয়ার পর সারা এলাকাকে গরু জবাই করে খাওয়ানো।
০৪)বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে যৌতুক পাওয়ার আশায় বসে থাকা বা যৌতুক নেওয়া।
০৫) গরিব মানুষকে ছোট মনে করে নিজেকে সমাজের বড় ভাবা।
০৬) প্রেম করে শারীরিক সম্পর্ক করে পরে বিয়ে না করা।
০৭) ভুত নিয়ে ব্যবসা করা। এটাও প্রচলিত আছে।
০৮) ধর্মীয় গ্রন্থের সাথে বিজ্ঞান এক করার চেষ্টা করা। পরে ফলাফল জগাখিচুরি।
০৯) বিজ্ঞান ইহুদি ধর্ম তা প্রমাণ করার চেষ্টা করা।
১০) ডাক্তারকে কশাই ভাবা কিন্তু কবিরাজকে ফেরেস্তার মত ভাবা। ডাক্তার বললে ৫-৬ হাজার টাকার টেস্ট না করানো কিন্তু কবিরাজ বা ধর্মের গুরু বললে ৫০,০০০ টাকা চৌমুহনীতে ফেলতে প্রস্তুত থাকা।
১১) মেয়ে সন্তান হলে মন খারাপ করা।
১২) কারো একেবারে অন্ধভক্ত হয়ে লোকটাকে নিষ্পাপ ভাবা।
১৩) অন্যের বিশ্বাস করে বলা গোপন কথা ফ্যালফ্যাল করে বলে দেওয়া।
১৪) গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুদের ভুলে যাওয়া।
১৫) মাজারে ওমুক বাবা তমুক বাবা হওয়া বা বিশ্বাস করা। মাঝেমধ্যে দেখা যায় মানুষ স্রষ্টার চেয়েও বাবাকে বেশি বিশ্বাস করে।
sumonakhatun publisher