Answered 3 years ago
বাংলাদেশে সবচেয়ে সুরক্ষিত দূতাবাস হচ্ছে বারিধারায় অবস্থিত ইউএস এ্যাম্বাসি। শুধু সুরক্ষিত দূতাবাসই না বরং বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা এটা। আর এটা শুধুই কূটনৈতিক কারণে নয় বরং বাস্তবেও। দূতাবাসের ভিতরে মেরিন এ্যাম্বাসি গার্ডরা আছে যেটা ইউএস মেরিনেরই একটা অংশ। যারা যেকোন আক্রমণ ভালোভাবেই ঠেকিয়ে দেয়ার ক্ষমতা রাখে।
nazninahmed publisher