আপনার ঢাবিতে ভর্তির অভিজ্ঞতা শেয়ার করবেন (সাথে কিছু দিকনির্দেশনা) কি?

1 Answers   13.5 K

Answered 2 years ago

ঢাবির ভর্তি পরিক্ষায় পাশ করে এমন স্টুডেন্ট দের মাঝে ২% আছে যারা ভাগ্যের জোরে চান্স পেয়ে যায়৷ আমিও তাদেরই একজন৷ বলা যায় শুধুমাত্র আল্লাহর ইচ্ছেতেই আমি চান্স পেয়েছি৷ আলহামদুলিল্লাহ।

আমার এস এস সি আর এইচ এস সি এর জিপিএ ও ছিল খুব কম৷ কোনরকমে 4 এর ঘর টপকাইছিলাম শুধু। জি পি এ থেকে খুব কম নাম্বারই যোগ হয়েছিল আমার৷ আল্লাহ হয়তো চাইছেন আমি এখানে আসি তাই আমার জন্য সব সহজ করে দিয়েছিলেন। প্রশ্ন দেখে মনে হয়েছিল যে আমি যা পড়ছি তাই আসছে এর বাইরে কিছু আসে নি(সাধারণ জ্ঞান ছাড়া)। রিটেনেও আলহামদুলিল্লাহ অনেক ভালো নাম্বার পেয়েছিলাম যেটা প্রথমদিকে থাকা আমার কিছু বান্ধবীও পায় নি৷

আমাকে যদি কেও প্রশ্ন করে যে আমাদের সময়কার পরিক্ষার কারিকুলাম কেমন ছিল, কিভাবে পরিক্ষা দিতে হয়ছে আমি কিছুই বলতে পারব না৷ আমি শুধু জানতাম আমাকে পরিক্ষার হলে যেতে হবে আর কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। পরিক্ষা দিয়ে বের হওয়ার পর ভাইয়া জিজ্ঞেস করছিল যে কেমন সিরিয়াল আসবে, আমি বলছিলাম যে ওয়েটিং এ আসবে কারণ আমার মতো স্টুডেন্টের যখন পরিক্ষা মুটামুটি ভালো হয়ছে যারা ভালো স্টুডেন্ট তাদের তো আরও ভালো হয়ছে৷ রেজাল্টের দিন তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারি নি। আলহামদুলিল্লাহ চান্স পাইছি।

Abir Ahmed
abirahmed
358 Points

Popular Questions