জীবনের লক্ষ্যতো কখনো পূর্ণ হবার নয়। ধনীদের যত টাকাই হোক তারপরও কম। অনেক ধনি টাকার পাহাড় করার পর টাকার প্রতি বিমুখও হয়ে যায়। কিন্তু লক্ষ্য পূর্ণ হয়না। এমন লোক আছে সর্বস্ব বলিন করেও লক্ষ্য পূরণ করতে পারেনা। তার ইচ্ছে হয় আরো বিলিন করতে। অনেক নেককার লোক আছে যারা রাতদিন শুধু আল্লাহর যিকিরেই কাঠায়। টাকারও লক্ষ্য পূরন হয়নি। যদি রত ইবাদত কমিয়ে ফেলত।
এখন প্রশ্ন হল লক্ষ কি? লক্ষ্য হল যার যে পথ তার সে পথে শিখরে আরোহন করা। যেদিকেই যাওয়া যাক তার পরেও শেষ নেই। তবে মানুষের সীমা হল আল্লাহর সাক্ষাত এটাই চুড়ান্ত লক্ষ্য। যা এ জীবনে কারো জুটবেনা। এই ধরারবুকে।
Himel Ahmed publisher