আপনার জীবনের একটি ভুল শেয়ার করবেন কি?

1 Answers   14.4 K

Answered 2 years ago

কোরাতে আমার পরিচিত মানুষ তেমন একটা নেই। তাই লিখলে কোরাতেই লিখবো আমার ভুলের কথা।

২০২০ এর কথা। হঠাৎ করে মহামারী করোনা পৃথিবীকে থমকে দিয়েছিলো। লকডাউন, আইসোলেশন, প্যানডেমিক কত নতুন নতুন ইংরেজি শব্দের সাথে পরিচয়।

আমার সরকারি চাকরি তাই টাকাপয়সা নিয়ে তেমন চিন্তা করি নাই। একদিন মাথায় ভূত উঠলো ইন্টারনেটে আয়ের উপায় লিখে সার্চ দিলাম। একজন এলো ইনবক্সে। কোনো রকম টাকা ছাড়াই কাজ শেখাবে। স্কাইপে ক্লাস। দেখলাম অনেকেই আছে। উনি প্রথমেই বললেন, ফ্রিল্যান্সার ডট কমে একটা একাউন্ট খুলতে। পেয়োনিয়ার একাউন্ট খুলতে। উনার সাহায্যে একাউন্ট খুললাম। কিন্তু হঠাৎ বললেন," একাউন্ট ভেরিফাই করতে ১০০ ডলার লাগবে।" উনি আমার একাউন্টে ৫০ ডলার দিবেন, আমি ৫০ দিব। বোকার মতো কিছু আগে পিছে চিন্তা না করেই আমি ৫০ ডলার উনার বিকাশে পাঠিয়ে দিই।

এরপর উনার কাছে টাকা চাইলাম। উনি দিবে দিবে করেও দিলেন না। টাকা ইনভেস্ট করলাম জীবনে প্রথম। তাও সেটা কিনা টাউট বাটপারের হাতেই গেলো।

টাকা ফেরত পাওয়া নিয়ে আমি কোন বাড়াবাড়ি করি নি। শুধু আল্লাহকে বলেছি বিচার করতে।

জানি না, আমার মতো আর কেউ আছে কিনা? তবে যারা লেখাটা পড়বেন, তারা সাবধানে থাকবেন। ইন্টারনেটের দুনিয়ায় কাউকে বিশ্বাস করে ঠকার চাইতে নিজের পরিবারের কাছে ঠকুন তাও ভালো।

nazninahmed
nazninahmed
301 Points

Popular Questions