Answered 2 years ago
লেখক ড.হুমায়ুন আজাদ ও অভিজিৎ রায়। এরা নিজের নিরাপত্তাকে এতোটা গুরত্ব দেয় নি।
এরা ভেবেছিল যে সত্য তারা জেনেছে তা যেকোন মূল্যে প্রচার করে সৎ সাহসে মরতে হবে। যে মৃত্যুকে ভয় পায় না। সেই সাহসী।
যারা ভাবে বিনা রক্তে বিজয় অর্জিত হয়ে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন। ধর্মান্ধতা,মৌলবাদের মতো জিনিস নিয়ে যখন থেকে আমরা লেখা শুরু করেছি জেনেছি জীবন হাতে নিয়েই লেখালেখি করছি। (অভিজিৎ রায়)
অভিজিৎ রায়ের এ উক্তি যথার্থ বটে। যুদ্ধালব্ধ মাল আর ব্যক্তিগত নারীলোভের জন্যে ধর্মপুরুষরা রক্ত দিয়ে ঈশ্বরের নামে যে মিথ্যা রচনা লিখে গেছেন তা খন্ডাতে সৎ নাস্তিকদের জীবন দেওয়ার তেমন বিকল্প ছিল না৷ তবে বর্তমানে ছদ্মমানে লেখালেখি করে যতটুকু নিজেকে সেইফ রাখা যায় ততই বুদ্ধিমানের কাজ৷ কেননা যতিদিন বেশি বাচবেন ততদিন নাস্তিক্যবাদ প্রচারের সুযোগ বেশি পাবেন।
এই সাহসী দুই মানুষের বিশ্বাস ছিল যে যদি কোনদিন ঈশ্বরের সামনে ওদের দাড়াতেও হয় তবু তারা জবাব দিতে পারবে। তারা ধর্মের বিরোধিতা নিজেদের স্বার্থে করে নি।মানুষের কল্যানে করেছে। ওদের আকীদা ছিল মানুষের উপকারের জন্যে মানবতাকে বাচাতে যদি কোন ধর্মের বিরোধিতা করতে হয়। তবে সেটাতে পিছপা হওয়া উচিত নয়।
deb05485 publisher