আপনার কি মনে হয় চেষ্টা করলে জীবনে সফলতা আসবেই?

1 Answers   11.4 K

Answered 2 years ago

আমার নিজের গল্প বলি।

নিজের সারাজীবনের ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার। সেভাবে পড়াশোনা করেছিও, এসএসসিতে গোল্ডেন এ+ ও পেয়েছিলাম। একাদশ শ্রেনীতে উঠার পর ফেসবুক চালানো শুরু করি, প্রেম করে দুবছর নষ্ট করি। HSC রেজাল্ট দিলে প্রানীবিজ্ঞানের নৈর্ব্যক্তিকে ০৩ (তিন) আউট অফ ৪০ পেয়ে পাশ করি। ভাল লাগত না, পড়িও নি সেভাবে। সর্বসাকুল্যে রেজাল্ট ৪.৭৫/৫!!!!

এই রেজাল্টে ইঞ্জিনিয়ারিং -এ চান্স পাব না, তাই মেডিকেলের কোচিং করা শুরু করি। আমার জিপিএ এর জন্য এই চান্স হবে না ধরে নিয়েছিলাম, অন্তত কোন পাবলিক ভার্সিটির । মুখস্থ বিদ্যায় ভাল ছিলাম মোটামুটি, কিন্তু বই তো সেভাবে পড়িনি, যা পড়ি নতুন লাগে। এদিকে প্রেমে ছ্যাঁকা খেয়ে গেছি রেজালতের জন্য, বন্ধুরা অপমান করে নিয়মিত। ভেতরে আগুন জ্বলে উঠল, নিজের সামান্যতম ইন্টারেস্ট না থাকা সত্বেও পড়া শুরু করলাম। পাগলের মত পড়লাম। ২.৫ -৩ মাসে কয়েকবার বই রিভাইজ দিলাম।

মেডিকেলের ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেলাম বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে। যদিও পরে ভর্তি হই নাই। ইচ্ছা ছিলনা এটা আমার বাবা-মা জানতেন। এবং নিজের ইচ্ছামত বিষয়ে পড়ারও সুযোগ করে দিয়েছেন কোনদিন কোন বিষয়ে চাপ দেন নি।

এগুলো কেন বললাম? চেষ্টা করলে পৃথীবিতে পারবেন না এমন কোন কাজ নাই, এটা আমি বিশ্বাস করি।

Khaled
Khaled
303 Points

Popular Questions