আপনার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি কাকতালীয় অভিজ্ঞতাটি কী ছিল?
0
0
1 Answers
10.2 K
0
Answered
2 years ago
সম্পর্কিত
আপনার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি কাকতালীয় অভিজ্ঞতাটি কী ছিল?
একবার কোনো এক চাকুরীর পরীক্ষায় অংশগ্রহন করেছিলাম। নৈর্বক্তিক অংশের উত্তর করছিলাম। এমন সময় একটি প্রশ্ন পেলাম এরকম।
প্রশ্নঃ "অয়োময়" শব্দটির অর্থ কি?
ক) প্রস্তর নির্মিত, খ) লৌহ নির্মিত, গ) অগ্নি নির্মিত, ঘ) মৃত্তিকা নির্মিত
প্রশ্নটি দেখে আমি হেসে দিলাম। কথা হল, হাসার কি আছে এখানে। উত্তরটি জানি বলে?
না। প্রকৃতপক্ষে উত্তরটি আমি ঐদিনের আগ পর্যন্ত জানতামই না। কিন্তু ঐদিন পরীক্ষা দিতে আসবার সময় অটোরিক্সায় আমার ঠিক মুখোমুখি আরেকজন যুবক বসেছিল। আমারই বয়সী হবে অথবা ছোট। ছাত্রই মনে হল। হ্যাংলা পাতলা, হাড্ডিসার গড়নের। এককথায় বললে তালপাতার সেপাই। গায়ে কালো রংয়ের টি শার্ট ছিল। তবে টিশার্টের উপর চোখ পড়তেই আরেকটু হলে হেসেই দিয়েছিলাম। মনে মনে বলছিলাম, "বাপু, তুমি টিশার্ট পড়েছো ঠিক আছে। কিন্তু টিশার্টের শিরোনামের সাথে তোমাকেও তো যেতে হবে, নাকি? টিশার্ট টি পড়ে আয়নায় একবার নিজেকে দেখেছো কখনও?" ছেলেটার টিশার্টে কি লেখা ছিল জানেন?
আমি অয়োময়
I am Iron Man
ছেলেটি Quora তে আছে কি না জানা নেই। এই পোস্টটির মাধ্যমে তাকে একটি ধন্যবাদ দিতে চাই, তার ঐদিন ঐ টিশার্ট টি পরে আসার জন্য। তা না হলে আমার এক নম্বর ছুটে যেত।
Sazib publisher