আপনারা কি বলতে পারেন, পৃথিবীর সবচেয়ে দামি খাবারটির নাম কী?

1 Answers   14.2 K

Answered 3 years ago

জ্বি, বলতে পারি।

পৃথিবীর সবচেয়ে দামী খাবার এর নাম 'ক্যাভিয়ার'।

এটা একপ্রকার মাছের ডিম যার নাম স্টার্জিয়ন।

ক্যাভিয়ারের এতো দাম হ‌ওয়ার প্রধান কারণ হলো প্রচুর চাহিদা ও স্টারজিয়ন এর অপর্যাপ্ততা। একটা মা স্টারজিওন মাছকে প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে প্রায় ১৯ বছর। আর ডিম আসার পর সেটাকে নিষেক হওয়ায় আগেই মাছের পেট কেটে ডিম বের করাটা মোটেও সহজ কাজ নয়।

CNN এর সূত্রমতে এক পাউন্ড ক্যাভিয়ার এর দাম ৪০,০০০ ডলার পর্যন্ত হতে পারে।


Jewel
jewel
279 Points

Popular Questions