আপনাকে কেউ স্বার্থপর বলে দোষারোপ করলে, আপনি কি প্রমাণ করবেন যে আপনি স্বার্থত্যাগী? কেন?

1 Answers   9.1 K

Answered 3 years ago

আসলে আপনার প্রশ্ন টা আমি সঠিক ভাবে বুঝতে পারি নি,, তবুও নিজের মত করে বলার চেষ্টা করছি,,,

পৃথিবীতে সব থেকে বড় কাঠগড়া হচ্ছে নিজের বিবেক।আপনি সর্বপ্রথম আপনার নিজের বিবেক কে জিজ্ঞেস করবেন আসলে আপনি ঠিক না কি ভুল??যদি আপনার মনে হয় আপনি ঠিক তাহলে আপনি সরে আসবেন,,কারন ঐসব মানুষের কাছে আপনি যতই প্রমান করার চেষ্টা করেন না কেন তারা আপনাকে স্বার্থপর এ ভাববেই।

আর আপনি যদি কারোর জন্য কিছু করেন তাহলে সেটা অবশ্যই মন থেকে করবেন,, অবশ্যই লোক দেখানোর জন্য নয়।।সুতরাং আপনি স্বার্থপর কিংবা স্বার্থত্যাগী এ হোন না কেন সেটা কারোর কাছে প্রমাণ করার দরকার নাই।


Bappy Adnan
bappyadnan
334 Points

Popular Questions