Answered 3 years ago
কোনভাবেই এই কাজ করবেন না। এতে ধোকার মধ্যে পড়তে পারেন। কারণ কাজ করে দিবেন কিন্তু কোন রেফারেন্স থাকবে না। আর রেফারেন্স না থাকলে এই সব সাইট থেকে আপনী টাকাও পাবেন না। সেই ক্ষেত্রে আপনী বায়ারকে বলতে পারেন আপওয়ার্কেই কাজ যাতে করে নেয়। তাহলে আপনী অবশ্যই পেমেন্ট পাবেন। কারণ আপওয়ার্ক একটি ইন্টারন্যাশনাল সাইট এতে কোন প্রকার সন্দেহ নেই। ধন্যবাদ।
abuhuraira publisher