Answered 3 years ago
সাধারণত দেখা যায় unofficially ফোনগুলো অনেকটা কম দামে পাওয়া যায়। সরকারকে ফোন আমদানির জন্য ট্যাক্স দিতে হয় এতে ফোনের দাম কোম্পানির দেওয়া দাম থেকে আরো বেড়ে যায়।অপরদিকে unofficiall ফোনগুলোতে ট্যাক্স না দিয়ে গোপন বা চোরাইভাবে নিয়ে আসা হয়। সাধারণত বিদেশ থেকে আসার সময় ৩-৪ টা করে ফোন আনা হয়, বিমান বা জাহাজে অবৈধ ভাবে আসে এছাড়া দেশের সীমান্ত এলাকা দিয়েও অবৈধ ভাবে এ ফোনগুলো দেশে আসে।তবে বর্তমানে unofficiall ফোন কিনে লাভ নাই কারন BTRC এর নিয়ম অনুযায়ী এগুলো অবৈধ এবং এগুলোতো কখনো নেটওয়ার্ক ই পাবে না অর্থাৎ কোন সিম ই ব্যাবহার করতে পারবেন না।
nahemakhatun publisher