Answered 3 years ago
প্রত্যেকটা সিম কার্ডে একটি স্পেস দেওয়া থাকে মেমোরির মতো. কন্টাক্ট নাম্বার সেইভ করার জন্য। যা সর্বোচ্চ ২৫০-নাম্বার পর্যন্ত স্টোর করতে পারে। অপারেটরের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেলেও এই স্টোরেজটি ঠিক থাকে। মেমোরি নস্ট/হারিয়ে গেলে যেমন ড্যাটার আর কোন অস্তিত্ব থাকে না (ব্যাকাপ না রাখলে). সিমের ক্ষেত্রেও বিষয়টা এরকমই। এজন্যেই সিম রিপ্লেস করলেও আর আগের কন্টাক্ট নাম্বার ফেরত পাওয়া যায় না।
সেক্ষেত্রে যদি জিমেইল সিঙ্ক করা থাকে তো, মেইল সাইন ইন করলে সব পেয়ে যাবেন। আর নাহলে আগের সব কিছুর মায়া ত্যাগ করে, ভুল সংশোধন করে নতুন ভাবে শুরু করতে হবে। যেন পরবর্তীকালে এমন অবস্থায় না পরতে হয়।
raselahmed publisher