আজ কোন সত্য বলতে চান?

2 Answers   4.2 K

Answered 2 years ago


Mimi Islam
mimiislam
300 Points

Answered 2 years ago

~ মানুষ কতটা সমস্যায় থাকলে ডেলিভারি রাইডার পেশায় আসতে পারে তা জানেন? ধনীর দুলালেরা কল্পনাও করতে পারবেন না বোধহয়। ~ আমি নারীবাদী নই। আমি সমান অধিকারে বিশ্বাস করিনা। আমি বিশ্বাস করি ন্যায্য অধিকারে। মায়েরা যেমন কখনো বাবা হতে পারবেনা। বাবারাও পারবেনা মা হতে। নারীবাদীরা যতই গলা ফাটাক সমঅধিকার নিয়ে। তবে পুরুষের মত শারীরিক শ্রম দেয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। তবুও যারা নিয়মের বাইরে এসে পরিবারকে একটুখানি সাপোর্ট করার আশা নিয়ে এ পেশায় নেমেছে, তাদের জন্য শ্রদ্ধা অভিরাম। ~ রাইডার ছেলে হোক বা মেয়ে; তাদের সন্মান করবেন প্লিজ। ডেলিভারী দিতে একটু দেরী হলে খারাপ ব্যবহার না। করোনায় জব হারানো অনেক পরিবারের সদস্যরা রাইডার পেশায় এসেছেন। পারলে ৫-১০ টাকা বেশি দেয়ার চেষ্টা করুন। কারণ তারা বিলাসীতা করবার জন্য এ পথে নামেনি। অভাবেই নেমেছে এ পথে।
Mimi Islam
mimiislam
300 Points

Popular Questions