আজ আমি আপনার কাছ থেকে সবচেয়ে সেরা শিক্ষণীয় কী জানতে পারি?

1 Answers   13 K

Answered 2 years ago

মানুষের মনের সুখেই আসল সুখ।

তবুও আমি সুখী হতে চাই না। কারণ, সবাইকে আমি কখনও মনের সুখ শান্তি ফিরিয়ে দিতে পারবো না।

মানুষের চাওয়ার কোন শেষ নেই।

তবে এটা বলতেই পারি মানুষের মানসিকতা যত দিন না পর্যন্ত পরিবর্তন হচ্ছে তারা কখনও মানুষ হতে পারবে না। মানুষের মতো দেখতে হলে, তাকে মানুষ ভাবতে যাওয়া আমাদের সবচেয়ে বড় ভুল।

মানুষ সেদিনই মানুষ হবে, যেদিন অন্যের কথা শুনে সেই কথাটি কতটা সত্যি বা কতটা যুক্তিযুক্ত বিচার করার সঠিক বুদ্ধি অর্জন করতে পারবে।

আমরা সবাই দেশকে ভালবাসি।

আসলে কি সত্যিই আমরা দেশকে ভালবাসি?

দেশের পতাকা কে সন্মান জানাই। পতাকা আর দেশের সম্পদ নিয়ে গর্ব বোধ করি।

আর এগুলো করে মানুষদের বোঝাই আমরা দেশকে কতো ভালোবাসি।

দেশকে ভালোবাসা মানে শুধু দেশের পতাকা কে সন্মান জানানো নয়। দেশের নিরিহ নিরপরাধ মানুষ গুলোর জন্য কিছু করা।

দেশকে ভালোবাসা মানে, দেশের সব মানুষের পাশে দাঁড়ানো। বিপদে আপদে তাদের সাহায্য করা।

আমরা দিন দিন সার্থপর হয়ে উঠছি। আমাদের মা বাবারা চায় আমরা ভালো পড়াশোনা করে ডাক্তার হই। যাহাতে প্রচুর টাকা রোজগার করে।

তারপর সেই ডাক্তারের এক সময় এমন টাকার নেশা তৈরি হয়,পরে সেটা কালো টাকায় পরিণত হয়।

আমরা ছেলেমেয়েদের টাকা রোজগার করার জন্য তৈরি করি। কিন্তু মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দি না।

যে দিকে যাও আগে ঘুষ দাও। তারপর তোমার কাজ হবে, চাকরি হবে।

আমরা বিপদে পড়লে থানায় মামলা করতে ভয় পাই।

সত্যি কথা বলার সাহস আজকের দিনে একটি মানুষের নেই।

আমরা কোন ভিআইপি ব্যক্তির নামে থানায় এফ আই আর করতে যাবার কথা চিন্তা করতে পারিনা। তারা যতো দোষ করুক না কেন।

কারণ তাদের হাতে সব আছে থানা, পুলিশ, বড় উকিল কিন্তু আমাদের কিছু নেই।

এই সব বিষয় গুলো নিয়ে মানুষ যেদিন প্রতিবাদ করতে পারবে, সেদিন জানবো সত্যিই তুমি তোমার দেশ কে ভালোবাসা।

লোক দেখানো পতাকা উড়িয়ে মিথ্যা ভালোবাসা দরকার নেই।

সত্যিই যদি তোমার দেশভক্তি থাকে তাহলে দেশের মানুষদের ভালোবাসো। দেশের মানচিত্র টি কে নয়

Ahmed Tahsan
ahmedtahsan
305 Points

Popular Questions