আজ আপনি নতুন কী কী জানলেন?

1 Answers   9.4 K

Answered 2 years ago

টয়লেট পৃথিবীর সবচেয়ে সৃজনশীল জায়গা

আজ আমরা সবাই মোবাইলের অপারেটিং সিস্টেম Android-এর কথা জানি। কিভাবে আজ এটি পুরো পৃথিবীর অন্যতম একটি কেন্দ্রীয় Os কোম্পানি হয়ে দাঁড়িয়েছে তা আলাদা করে বলার কিছু নেই। Android-এর কথা বললেই আমাদের মাথায় যেই ছবিটা আসে তা কিছু এরকম।

প্রকৃতি যেকোনো জিনিসের সাথে নিজেকে মানিয়ে নিতে সক্ষম

আপনি জানলে অবাক হবেন, রেইনডিয়ারের চোখ গ্রীষ্মে সোনালী আর শীতেকালে নীল থাকে। তাঁদের চোখ প্রাকৃতিকই একটু কমলা রঙের হয়। তবে শীতকালে আলোর অভাবে তা নীল রঙের হয়ে যায়।

এতে করে তাঁরা বেশি আলো গ্রহণ করতে পারে। এই সুন্দর বৈশিষ্ট্যেই তাঁদেরকে সমস্ত স্তন্যপায়ী জীবের মধ্যে বিশেষ বানায়

Rahat Ahmed
rahatahmed
419 Points

Popular Questions