আজ আপনি চমৎকার কী দেখেছেন?

1 Answers   8.5 K

Answered 2 years ago

কালকে ধানমন্ডি থেকে বাইকে আসতেছি তো শেওড়াপাড়ার এদিকে এসে গাড়ীর গতি স্লো ছিলো দেখলাম এক ১৭/১৮ বয়সী মাদ্রাসার ছাত্র দৌড়াচ্ছে !!

প্রথমে ভাবলাম হয়তো তাড়াহুড়া !! আরেকটু সামনে যাবার পর দেখি সে তাও দৌড়াচ্ছে, কি আজব !!

বাইক টান দিয়ে তাকে থামিয়া বললাম কি হইছে ভাই ?

-ভাই বাসের ভাড়া দিতে ভুলে গেছি .....বলে সে আবার দৌড় দিলো ।

বাইক টান দিয়ে তাকে বললাম পিছনে বসেন আমি বাস ধরতেছি !!

মিরপুর লিংকের ৩৬ নাম্বার বাস বাইক টেনে দশ নাম্বার এসে ভাড়া দিলো তারপর ছেলেটাকে আবার শেওড়াপাড়া নামিয়ে দিলাম।

সততা ও ধর্মীয় সৌন্দর্য্য হওয়া উচিত ঠিক এমন।দেখলেই ভালো লাগা কাজ করে যে কত সৎ ছেলে যে বহুদুর পর্যন্ত সে কষ্ট করে গিয়ে ভাড়াটা দিয়েছে।

Rumi Akter
Rumi
406 Points

Popular Questions