Answered 3 years ago
আজকে আমি কোচিং থেকে ফেরার সময় বড়সড় রকমের বিস্মিত হয়েছি। আমি রাস্তায় একা চলতে একটু ভয় পাই। আর যদি অনেকগুলো ছেলেকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখি তাহলে তো কথাই নাই, ওখানেই হাত,পা ঘামিয়ে একাকার অবস্থা হয়ে যায়। তাই আমার সাথে আমার বান্ধুবী,নয়তো আম্মু সবসময়ই থাকে। কিন্তু আজকে আমার বান্ধুবীর একটা কাজ ছিল বলে একাই বাসায় আসতে হয়েছে। বাসায় ফেরার পথে গলি ঘোরার সময় একদল ছেলে সেই গলির মুখে দাঁড়িয়ে ছিল। তিনরাস্তার মোড়,একদিকে ছেলেগুলো দাঁড়িয়ে ছিল অন্য রাস্তা দিয়ে একটা বাস আসতেছিল। আমি রাস্তা পারও হতে পারছিলাম না, তাই রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলাম।
কিন্তু ভাগ্যক্রমে ছেলেগুলো হয়তো বুঝতে পেরেছিল,,তাই হঠাৎ দেখলাম সবাই মূহুর্তেই অপর সাইডে চলে গেল।
কি যে একটা শান্তি পেয়েছিলাম, বোঝাতে পারবো না। আমাদের সমাজে এরকম অনেক ছেলেই আছে যারা নারীদের শ্রদ্ধা করতে জানে, আমার মতো ভীতু মেয়েদের সমস্যাগুলো বুঝতে পারে। সত্যিই ব্যাপারটা আমাকে খুবই বিষ্মিত করেছে।
rakibafsar publisher