আজকালকার মেয়েদের কি ধরনের জীবনসঙ্গী বেশি পছন্দ ?

1 Answers   10.3 K

Answered 2 years ago

এই প্রশ্নটা দেখে আমি অনেকক্ষণ ভাবলাম। এরপর দেখলাম অনেকেই উত্তর দিয়েছেন। ছেলেরা একভাবে উত্তর দিয়েছেন আবার মেয়েরা আরেকভাবে। উত্তর গুলো পড়ে বুঝতে পারলাম যে, ছেলেরা মেয়েদের সম্পর্কে যা ভাবে সেটা ৩০% ও সঠিক নয়। হাহাহা… এই কথা শুনে আবার ভাই, ব্রাদাররা আমার উপর ক্ষেপে যাবেন না। একটা উত্তর পড়েই তো আর সব বিবেচনা করে ফেলা যায় না। জাস্ট বলতে চাইছি এই উত্তরের প্রেক্ষাপটে আপনাদের ধারণাটার কথা।

আমি যেহেতু একজন মেয়ে, তাই এটার উত্তর আমি দিতে চাই। সবার সাথে হয়তো মিলবে না। তবে বেশির ভাগ যেমন আশা করে সেটাই বলার চেষ্টা করবো। যতটা সততার সাথে দেওয়া যায় দেবো।

প্রথমেই বলি, সমাজে দুই রকম শ্রেণী আছে। কিছু আছেন যারা খুব বেশী ধার্মিকমনা, আর কিছু আছেন যারা ধর্ম পালন করেন কিন্তু সাধারণ মনমানসিকতা বিশিষ্ট। আরেক রকম আছেন যারা ধর্ম নিয়ে ব্যস্ত নন। তাদের কথা নিয়ে আমি বলবো না। তাহলে অনেক বৃহৎ হয়ে যাবে। তবে একটা কথা আগেই বলে রাখি, মেয়েরা যেমন জীবনসঙ্গী ই খুঁজুক না কেনো তাদের প্রধান চাওয়া হচ্ছে স্বামী তাকে ভালবসাবে । এটা সবারই চাওয়া।

তাহলে প্রথম দুই শ্রেণীর মেয়েদের মধ্যে প্রথম শ্রেণীতে যারা আছেন তাদের পছন্দ গুলো বলি__

১। ধার্মিক ছেলে হতেই হবে। সে দেখতে যেমনই হোক। সে ধনী হোক কি গরিব। এরা ধর্মের ব্যপারে কোন ছাড় দেয় না। ধর্মীও শিক্ষায় শিক্ষিত হতেই হবে।

২। ছেলেকে ভালো বংশের হতে হবে। বংশ তারা অনেক গুরুত্ব দিয়ে থাকে। ছেলে যদি আর্থিক ভাবে খুব খারাপও থাকে কিন্তু তার বংশ ভালো, তাহলে তারা ভালো বংশটাকেই আগে গুরুত্ব দেয়।

৩। এরপর ছেলের ধন-সম্পদ

৪। চার নাম্বারে তারা খুঁজে ছেলে দেখতে কেমন। সেক্ষেত্রে ছেলের উচ্চতা, গায়ের রং, চেহারার মাধুর্য এসব প্রাধান্য পায়। আর ছেলে কতোটা শারীরিক ভাবে শক্তিশালী সেটাও বিবেচ্য বিষয়। সেক্ষেত্রে কিন্তু লম্বা, ফর্সা, মাধুর্য পূর্ণ চেহারার প্রাধান্য এর পর।

এরপর অন্য বিষয় তারা দেখে।

এখন আসি দ্বিতীয় শ্রেনীতে যারা আছেন তাদের কথায়।

১। সম্পদশালী হতে হবে।

২। প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চশিক্ষিত হতে হবে। এটা যদি খুব বেশী ভালো হয়ে থাকে তাহলে অনেকে একেই প্রথমে গুরুত্ব দেন। তখন সম্পদকে দুই নাম্বারে রাখেন অনেকেই।

৩। সামাজিক ক্ষমতাশালী হতে হবে।

৪। দেখতে হ্যান্ডসাম হতে হবে। যাকে দেখে কাজিনরা, বান্ধবীরা হিংসা করবে ( হাহাহা… একটু মজা করলাম, তবে ব্যাপারটা অনেকটা এমনই)

৫। পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

৬। তাদের ভালবাসতে হবে, কাজে সহযোগিতা করতে হবে, বেড়াতে যেতে হবে, আহ্লাদ পূরণ করতে হবে, ব্লা ব্লা ব্লা…

৭। ছোট পরিবার হতে হবে

এরপর বাকী আরো অনেক কিছু থাকে সেগুলো আসতে থাকে।

Ahmed Helehin
ahmedhelin
364 Points

Popular Questions