আচ্ছা বাড়ীতে হরিণ পালনের অনুমতি থাকলে তো আমরা হরিণ পালন, বিক্রয় করে লাভবান হতাম আবার ইচ্ছে হলে হরিণ জবাই করেও খেতে পারতাম, বাড়ীতে হরিণ পালনে সমস্যাটা ঠিক কোথায়?

1 Answers   8.7 K

Answered 2 years ago

হরিণকে বন্যপ্রাণী হিসেবেই রাখা হয়েছে। গৃহপালিত প্রাণি হিসেবে ঘোষণা করলে আপনি যে ইচ্ছার কথা বলেছেন তা করতে পারতেন। তবে আমার মতে হরিণের অনেকগুলো প্রজাতির মধ্যে দুই একটা প্রজাতি গৃহপালিত প্রাণী হিসেবে পালন করা যাবে এরকম অনুমতি দিলে অনেক ভালো হতো।কারণ হরিণ আর ছাগলের খাবার মুটামুটি একই ধরনের হরিণ কষ্টসহিষ্ণু, রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। গৃহপালিত প্রাণী পালনে বৈচিত্র্য আসতো ও মানুষ বৈধভাবে হরিণের মাংস খেতে পারতো। একসময় হয়তো গৃহপালিত প্রাণী হিসেবে পালনের অনুমতি দিতেও পারেন মাননীয় সরকার বাহাদুর।

Shaira Khatun
shaira985
239 Points

Popular Questions