আগে ফোনের পিছনে এক ধরনের লাইট লাগাতাম ফোন আসলেই জ্বলে উঠতো। ওই লাইটের নাম কী? আর এইগুলি কি আর পাওয়া যায়?

1 Answers   9.3 K

Answered 3 years ago

বাজারে মিসকল লাইট নামে ২০০৫-২০১৪ পর্যন্ত দেখেছিলাম। এখন আর পাওয়া যায় না। মূলত এটি মোবাইলের মাইক্রোওয়েভ সিগনাল ডিটেক্ট করত। মোবাইলে রিং হবার আগের কিছু সময়ে মাইক্রোওয়েভ সিগনাল বেশ বৃদ্ধিপ্রাপ্ত (আর সাধারন অবস্থায় মোবাইল স্ট্যান্ডবাই মোডে থাকে) হয় যার ফলে পেছনে থাকা স্টিকারের ঐ এলইডি জ্বলে উঠে।

ঐ মিসকল লাইট হয়ত আর নেই তবে চেষ্টা করলে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন সার্কিট ডায়াগ্রাম দেখে আর যদি ইলেকট্রনিক্স ও সোল্ডারিং/তাতালের কাজ যদি পারেন।


Munni Khatun
munnikhatun
429 Points

Popular Questions