আগুন নাকি পানি বেশি শক্তিশালী?

1 Answers   11.6 K

Answered 3 years ago

পানির অপর নাম জীবন। প্রাণীকুল, বৃক্ষরাজি পানি ছাড়া বাঁচতে পারে না। অন্যদিকে আগুন সভ্যতার অন্যতম প্রধান বাহক, দৈনন্দিন জীবনে অপরিহার্য উপাদান।

পানি সৃষ্ট জীবের জন্য সৃষ্টিকর্তার করুণার বারি, আগুন জীবন ধারণের জন্য অপরিহার্য হাতিয়ার। পা্নী ও আগুনের মধ্যে কে বেশি শক্তিশালী তা বিচার করা বাতুলত বৈকি?

আগুন ও পানির মধ্যে মাঝে মাঝে যে শক্তি পরীক্ষা হয় না তা নয়। তাতে কখনো আগুন কখনো পানি জয় লাভ করে।

অনেক সময় আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে। রোমান সম্রাট নীরোর আমলে রোম শহর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। নিরুপায় নীরো আগুন নিভাতে না পেরে তখন বাঁশি বাজাচ্ছিল। ১৬৬৬ সালে চার দিন যাবত মধ্য লন্ডন ভষ্মীভূত হয়ে যায়। সেখানে পানির নীরব ভূমিকা পালন করা ছাড়া গত্যন্তর ছিল না।

দাবানলে মাইলকে মাইল বনভূমি আগুনের লেলিহান শিখায় বিরাণ মুলুকে পরিণত হয়। এসব ক্ষেত্রে পানি পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। অন্যদিকে, সুনামি, জলোচ্ছ্বাস যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন শক্তিমত্তার দৃষ্টিকোণ থেকে পানি বেশি শক্তিশালী মনে হয়।

তবে, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে পানি আগুনকে কাবু করে ফেলে।


Imtiyaz Ahmed
imtiyazahmed
433 Points

Popular Questions