Answered 3 years ago
আগুন কোনো পদার্থ না। পদার্থের সংজ্ঞাই বল প্রয়োগে বাধা প্রদান করে, যায়গা দখল করে এই ক্রাইটেরিয়া আগুন পরেনা।
আগুন এক প্রকার শক্তি। যদিও বিজ্ঞানীরা যানেন না আগুন কি দিয়ে তৈরি তবে একে শক্তির ক্যাটাগরি তে রাখা যায়।
তবে অনেকে বলেন আগুনে কার্বন ডাই-অক্সাইড বা অক্সিজেন দিয়ে তৈরি, কিন্তু এটি ভুল কথা। কোনো বস্তুতে (কার্বন জাতীয়) আগুন লাগলে তা বাতাসের অক্সিজেনের সাথে বস্তুর কার্বন বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড তৈরি করে।
rahdulislam publisher