Answered 3 years ago
না শীর্ষ নেতা ভুল বলেছেন। আসলে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, তত দিন আওয়ামীলীগ ক্ষমতায় থেকে যাবে। টিকে যাবে। শেখ হাসিনার এখন বয়স ৭৪। উনি আর কত বছর বাচবেন? আমার ধারনা ১০/১৫ বছরের বেশি দিন বাঁচবেন না। বাংলাদেশের মানুষ গড়ে ৬০ বছরের বেশী বাঁচে না। উনি উন্নত জীবনযাপন করছেন, উন্নত চিকিৎসা পাচ্ছেন। তাই উনি হয়তো ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকবেন।
শেখ হাসিনা মারা গেলেই আওয়ামীলীগ ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যাবে। তখন দেশের ক্ষমতা নিবে আর্মিরা। নেতারা এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলবেই। ওদের তেল জমে গেছে। সাধারণ মানুষ কি পরিমান কষ্টে আছে তা তো তাঁরা জানেন না। তাঁরা শুধু চোখে দেখেন উন্নয়ন। আর আমি চোখে দেখি- দেশে কোটি কোটি বেকার। দূর্নীতি। সরকারী হাসপাতালে দালাল। ফুটপাতে আজও মানুষ ঘুমায়।
srijon publisher