Answered 3 years ago
আইফেল টাওয়ারের আশেপাশের এলাকা চোর বাটপারে ভরা। সুতরাং, পকেট সাবধান। কেউ এসে যদি জিজ্ঞাসা করে "Excuse me, do you speak English?", তাহলে ভুলেও সেটার উত্তর দিবেন না। এরা এটা বলে আপনার মনোযোগ বিনষ্ট করার চেষ্টা করে। ওই ফাঁকে তার সহচর এসে আপনার ওয়ালেট কিংবা ব্যাগ নিয়ে লাপাত্তা হয়ে যাবে। এই চোর বাটপারগুলো সাধারনত আফ্রিকা এবং পূর্ব ইউরোপের গরীব দেশগুলো থেকে আসে।
এক্সপেকটেশন কম রাখুন। আমিও সেখানে যাওয়ার আগে ভেবেছিলাম কি না কি। কিন্তু যাওয়ার পর আমার কাছে আইফেল টাওয়ারকে একটা হাই ভোলটেজ ইলেকট্রিসিটি ট্রান্সমিশন টাওয়ারের চেয়ে বেশি কিছু মনে হয় নি
suriyaprema publisher