আইনস্টাইন-এর শেষ কথা কী ছিল?

1 Answers   11.8 K

Answered 3 years ago

প্রিন্সটন হাসপাতালে যখন আইনস্টাইন বুঝতে পারলেন, মৃত্যু কড়া নাড়ছে। শেষ মুহূর্তে তাঁর মুখটা নড়ে উঠল। কিছু একটা বলার চেষ্টা করছেন। শেষ বক্তব্য!

নার্স কানটা এগিয়ে নিয়ে এলেন আইনস্টাইনের মুখের সামনে। খুব আস্তে আস্তে কিছু কথা শোনা যাচ্ছে বটে, কিন্তু কিছুই বুঝতে পারছেন না তিনি। আইনস্টাইন চিন্তায় ফিরে গেছেন জার্মানির উলম শহরে। সেখানকার স্থানীয় জার্মান ভাষাতেই বলে উঠেছিলেন শেষ শব্দগুলি। আমেরিকান নার্সের কাছে সেই শব্দগুলি সম্পূর্ণ অপরিচিত। কাজেই হারিয়ে গেল সেই শেষ কথা। তারপরেই মারা যান আইনস্টাইন।

ঠিক কী বলেছিলেন তিনি? বিজ্ঞানের কথা? মানুষের কথা? নাকি পরমাণু বোমা নিয়ে আক্ষেপ? জানা যায়নি। জানা যাবে না কোনদিন

Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions