Answered 3 years ago
অ্যাপলের নতুন M সিরিজ চিপ, ইন্টেল এবং রাইজেন থেকে আর্কিটেকচারগত ভাবে ভিন্ন। ইন্টেল এবং রাইজেন দুটোই x86 (CISC) আর্কিটেকচারের প্রসেসর অন্যদিকে M সিরিজ হলো কাস্টম ARM (RISC) আর্কিটেকচারের। M সিরিজের চিপ গুলোকে প্রসেসর বলা ঠিক না। এগুলো SoC।
SoC হলো System on a Chip. অ্যাপলের SoC তে সিপিউ, জিপিউ, নিউরাল ইঞ্জিন, র্যাম, মোডেম সহ সব কিছুই একসাথে একই চিপের মধ্যে থাকে। অন্যদিকে ইন্টেল বা রাইজেন এর প্রসেসরে এতকিছু এম্বেডেড থাকেনা।
ARM এবং x86 দুটো আলাদা আলাদা পদ্ধতিতে ইন্সট্রাকশন এক্সিকিউট করে। পাওয়ার এফিশিয়েন্সির দিক থেকে ARM অসাধারণ।
Kabir Hasan publisher