Answered 3 years ago
বর্তমানে Android Operating System কে সরাসরি PC তে ব্যবহার করা যায় । অনেকে Android Emulator যেমন BlueStacks, Nox etc. ব্যবহার করে Android OS PC তে চালায়। কিন্তু এতে PC কে একই সাথে Windows OS এবং Android OS চালাতে হয় যা Efficient নয়।
তবে অনেক company সরাসরি PC তে ব্যবহার করার জন্য OS design করেছে।
এগুলোর মধ্যে জনপ্রিয় হলঃ
Remix OS
Prime OS
Phoenix OS
Bliss OS etc.
Internet এ search দিলেই এগুলো সম্পর্কে জানতে পারবেন। তবে এসকল Operating System এর Installation খুব একটা সহজ বা User Friendly নয়। Install করার জন্য আপনার যথেষ্ট skill থাকা লাগবে, নাহলে আপনি অজান্তে আপনার dataর ক্ষতি করে ফেলতে পারেন।
তবে যথাযথভাবে Install কতে পারলে তা কোনো Android Emulator এর চেয়ে অনেক ভাল চলবে অনেক কম Spec এও।
ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, উপরোক্ত OS গুলোর মধ্যে Remix OS Install দেওয়া সবচেয়ে সহজ। এটিকে Windows OS এর পাশাপাশি Dual Boot করে চালাতে পারবেন। তবে সকল Risk ও Responsibility আপনার।
anafkhan publisher