Answered 2 years ago
কোন মানুষের রক্তে বয়স, লিংগ এবং ভূ-প্রাকৃতিক অবস্থান অনুযায়ী যে পরিমাণ হিমোগ্লোবিন থাকা উচিৎ তার চেয়ে কম হিমোগ্লোবিন থাকাকে বলে Anaemia বা বাংলায় রক্তশুন্যতা। রক্তশুন্যতা শব্দটি কিছুটা ভুল বোঝার কারণ হতে পারে। এনিমিয়াতে রক্তের পরিমাণ কমে যায় না, সেটি অন্য সমস্যা তবে রক্তের মূল কার্যকরী ক্ষমতা তথা অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়।
antik publisher