Answered 3 years ago
যদি সহজে ইনকাম করতে পারেন তবে কঠিনে কেনো যেতে চান। হ্যা, তবে কোন কিছুতে দক্ষতা অর্জন অবশ্যই খুব ভালো। তারপরও আমি একটা সাইটের কথা শেয়ার করবো সেখানে শুধু মোবাইলে ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন।
ছবি বিক্রি করে ইনকাম | প্রত্যেক ছবি ১৭৳
আমাদের সবার হাতে কিন্তু একটা করে স্মার্টফোন আছেন। আর বর্তমানে সব স্মার্টফোনে ক্যামেরার রেজুলেশন অনেক ভাল থাকে। আমি নিশ্চি করে বলতে পারি, আপনার মোবাইলের গ্যালারিতে নিজের হাতে তোলা অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে। হতে পারে প্রাকৃতিক, শৈল্পিক, কোন অনুষ্ঠান, অথবা ভাল লাগা কোন মূহুর্তের ছবি। স্মার্টফোনে থাকা এসব ছবি বিক্রি করে কিন্তু আপনি প্রচুত টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইনে ছবি বিক্রি করার জন্য অনেক ওয়েবসাইট আছেন। তবে আপনাকে জানিয়ে রাখা ভালো, অনলাইনে আয় করার যত উপায় আছে, তাদের মধ্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্য হচ্ছে ছবি ও ভিডিও বিক্রি করা। শুধু আপনাকে খুজে বের করতে হবে কোন ওয়েবসাইট আপনার জন্য উপযোগী৷
raqual.india publisher