সম্পর্কিত
অভিমান কী? অভিমান বলতে আমরা কী বুঝি?
বা: দারুন প্রশ্ন করেছেন। এই অভিমান যে কি সেটা আজও বুঝলাম না আমি। কিন্তু এটি আমাদের মধ্যে ঘটে থাকে।
অভিমান কি?
আপনি যখন কারোর উপর বিশ্বাস, ভরসা, ভালোবাসা, ভালোলাগা, অধিকার বোধ, আস্থা, রাখেন আর তখন যদি এই ব্যক্তিটির থেকে একটি জিনিস মিসিং থাকে (বিশ্বাস, ভরসা, ভালোবাসা, অধিকার বোধ, ভালোলাগা,আস্থা) তখনি আপনি অভিমান দেখাতে থাকবেন তার প্রতি। এটা এক ধরনের রাগও বলতে পারেন। আবার এটাকে এক ধরনের হিঃসা বলতে পারেন।
রাগ, আর হিংসার মাঝামাঝি মিশ্রণটি কে অভিমান বলি থাকি।
অভিমান বলতে আমরা কি বুঝি?
অভিমান বলতে, আমরা যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। মাঝখানে যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে আর তাকে যদি একটু বেশি গুরুত্ব দেওয়া হয় তখন দ্বিতীয় ব্যক্তির রাগ হিংসা আর অভিমান লক্ষ্য করা যায় যথাক্রমে।
এখানে বলে রাখি, দ্বিতীয় ব্যক্তির রাগ হবে তৃতীয় ব্যক্তির উপর এবং তার সাথে হিঃসা। কিন্তু প্রথম ব্যক্তিটির উপর পড়বে দুনিয়ার যত অভিমান। এখানে প্রথম ব্যক্তি মানে যার উপর সে বিশ্বাস, ভালোবাসা, অধিকার বোধ, আস্থা রেখেছিল তার উপর অভিমান করবে………
এরপর প্রথম ব্যক্তি যদি তার রাগ ভাঙ্গাতে পারে তাহলে তাদের ভালোবাসা আগের থেকে আরো বাড়বে। না হলে এই সম্পর্ক থেকে তাদের দূরত্ব বাড়বে………..
জানিনা আমি কতটা সঠিক ভাবে বোঝাতে পারলাম। ভুল ভাল হয়ে থাকলে মাফ করবেন।
Sagor Ahmed publisher