অফলাইন ক্লাসের সুবিধা ও অসুবিধা কী?

1 Answers   6.3 K

Answered 3 years ago

দুটি সম্পূর্ণ ভিন্ন কাজে ব্যবহার করা হয়, Ubuntu একটি user-friendly লিনাক্স যা windows এর ব্যতিক্রম হিসেবে ব্যবহার করা হয়, এটা সম্পূর্ণ ফ্রী,এবং কোনো সাধারণ user যে লিনাক্সের command জানে না সেও এটা সহজেই বেবহার করতে পারবে, মানে এটা সকলের জন্য ।

কালি লিনাক্স মূলত ethical hacking এর কাজে ব্যবহার করা হয় এবং যারা unethical hacker (black-hat) তারাও কালি লিনাক্স ব্যবহার করে, এর কিছু বৈশিষ্ট্য আছে যা একজন hacker কে সফল ভাবে নিজের পরিচয় গোপন রাখতে সাহায্য করে ।

আপনি Ubuntu র কাজ kali linux দিয়ে করতে পারেন, মানে একে একটা সাধারণ OS হিসেবে use করাতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু যে কাজের জন্য kali বেবহার হয় সেটা ubuntu দিয়ে করতে পারবেন না ,শ্রীঘর বাস হয়ে যাবে।


Nabil Ahmed
nabilahmed
445 Points

Popular Questions