Answered 3 years ago
ব্যাপারটা মস্ত বড়, মানসিক স্তরের , ঈশ্বরের সৃষ্টি , সুতরাং সামর্থ্য অনুসারে এগোতে হবে ।
কে কতটা আত্মজ্ঞান লাভ করেছে , তার ওপর ভয় পাওয়া নির্ভর করে । নিজের ঐশ্বরিক সত্ত্বার অনুভব বা উপলব্ধি যার হয়েছে সে কোনো কিছুতেই ভয় পায় না । সমস্ত ব্যাপারেই ভয় হীনতা মহাপুরুষদের লক্ষণ ।
আলো জ্বাললেই অন্ধকার দূর হয় সব কিছু দেখা যায় সেই অর্থে অজানা আর অন্ধকার একই গোত্রের , যাকে চ্যালেঞ্জ করেই জয় করতে হয় । সেই যোগ্যতা বা সামর্থ্য অর্জন করতে হয় নিজে নিজে ।
শিশুরা যেমন বাবা মায়ের হাত ধরে অন্ধকার ঘরে যায় , গুরুজনেরা ঘরে ঢুকে আলো জ্বালিয়ে অন্ধকার দূর করেন তখন তার ভয় কেটে যায় , তেমনি বড়দের আরও বড় মানুষদের / অভিজ্ঞ লোকের সাহায্য নিয়ে ভয় কাটাতে হয় । তাঁরা তার জ্ঞান চক্ষু খুলে দেন সত্য কী জানিয়ে ।
riponahmed publisher