অনার্সে পড়া অবস্থায় বিয়ে করা কি ঠিক হবে? আমি কম্পানিতে চাকরি করি!

1 Answers   6.4 K

Answered 2 years ago

বিয়ে কখনই কোন কারনে অকল্যাণকর নয় বা কোন কল্যাণের পথে বাঁধাও নয়। তবে অনেক বড় একটি দায়িত্ব বটে। সামাজিক, অর্থনৈতিক আর শারীরিক সক্ষমতা থাকলে যে কোন পুরুষের উচিৎ বিয়ে করা আর জীবনের একটা অধ্যায় শুরু করে দেয়া। যদি করতেই হয় দেরি করে লাভ কি? বেশি দেরি করলে ঐ তিন ক্ষমতার একটি বেড়ে যাবে কিন্তু অন্যটা আবার কমে যাবে।

এখন অনার্সে পড়ছেন এরপর মাস্টার্স পরবেন তার আগে ইন্টার পড়েছেন। এভাবেতো বিয়েই করতে পারবেন না। আর করলেও করবেন বুড়ো বয়সে। পড়াশুনাই জীবনে একমাত্র পরিপূর্ণতার মাপ কাঠি না। যখন আপনি বিয়ে করবেন তখন আপনার অনেক বন্ধু দু বচ্চার বাবা হয়ে গেছেন। জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। এটাও ভাবার বিষয়।

তবে বিয়ের পর যেন পড়াশুনার ক্ষতি না হয় বরং আরও ভালোভাবে করা যায় সেটা নিশ্চিত করতে হলে যাকে বিয়ে করছেন তার সাথে কথা বলে সব গুছিয়ে নিতে হবে। যা ভাবছেন তার উলটটাও হতে পারে।

আমার অন্যান্য উত্তর পড়তে এই মঞ্চ অনুসরন করুন।

Suzuka
suzuka
276 Points

Popular Questions