Answered 2 years ago
এটা নিশ্চিত করে বলা যায় না। একচুয়ালি প্রতিটি দেশের আবহাওয়া, পরিবেশ ও শারীরিক গঠনের উপরে ডিপেন্ড করে যে, কোন বয়সে মা হওয়া ঝুঁকিপূর্ণ। আমাদের দেশে তো নারীর বয়স ৪০ এর কাছাকাছি গেলে মা হওয়া কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে অবশ্যই সবার ক্ষেত্রে একরকম নয়।
আপনি জানলে অবাক হবেন… পাকিস্তানের এমন একটি উপজাতি রয়েছে, যেখানে নারীরা ৬০ থেকে ৭০ বছরে অনায়াসে শিশু জন্ম দিচ্ছে। তাদের গড় আয়ুষ্কাল ১৫০ বছর। ৬০ বছরের নারীরা দেখতে যেনো ৩০ বছরের যুবতীর মতো। আমাদের দেশ হলে এটা চিন্তাও করা যেতো? যদি সেই উপজাতিদের মতো আমরাও জীবন যাপন করতে পারতাম, তবে আমাদের জীবনটাও তাদের মতোই চমকপ্রদ হতো
Shilpi publisher