অধিকাংশ শিক্ষিত বাংলাদেশিরা কেন ইংরেজিতে দুর্বল?

1 Answers   14.4 K

Answered 3 years ago

বাংলাদেশিদের মধ্যে ইংরেজি নিয়ে একটা টানাপোড়ন সবসময়ই কাজ করে, অস্বীকার করা যায় না। এর পিছনে কিছু কারণ রয়েছেঃ

১. বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, বাংলা জানে না এমন বাংলাদেশি বাংলাদেশে নেই। এমনকি উপজাতি সম্প্রদায়ের মানুষও বেশ বাংলা বোঝে। ফলে কষ্ট করে একটি বিদেশি ভাষা শিখতে হয় না।

২. বাংলাদেশে সকল সাইনবোর্ড, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, বড় বড় কোম্পানির নাম, বাস-ট্রেন--লঞ্চ এর গায়ে বাংলায় নাম অগ্রাধিকার পায়। এমনকি বিভিন্ন পণ্য বা দোকান বা কোম্পানির নাম এখন ইংরেজি করণ হলেও বাংলাকে আমরা ভুলে যাইনি, বাংলা থাকে। ফলে দৈনন্দিন জীবনে মৌখিক ইংরেজির খুব বেশি ব্যবহার নেই।

৩.আর রইলো ভিনদেশীদের সাথে যোগাযোগ বা ভিনদেশে গিয়ে ইংরেজিতে কথোপকথন, সেজন্য তো IELTS আছেই। যার প্রয়োজন সে বিভিন্ন কোর্স করে ইংরেজি শিখে যায়।শুধু শুধু সবার উপর চাপিয়ে দেওয়ার কোন দরকার দেখি না। একজন ইউরোপীয় যার প্রথম ভাষা ইংরেজি নয় তার ইংরেজি শিখা নিয়ে মাথাব্যথাও নেই। নিজেদের মনোভাব ভাঙা ভাঙা ইংরেজিতে বোঝাতে পারলেও এরা খুশি। আর এদিকে অন্যের দূর্বল ইংরেজি শুনে হাসতে থাকা বাঙালি আমরা!

Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions