অতিরিক্ত চিন্তা করলে কি মাথা ধরা বা মাথা বার বার হওয়া স্বাভাবিক?

1 Answers   12.1 K

Answered 3 years ago

মাথা ধরা ' বা headache কথাটি না হয় বুঝলাম, কিন্তু ' মাথা বার বার ' এর মনে কি, সেটা তো আমাদের মাথায় ঢুকলো না। যাই হোক আপনার যা জিজ্ঞাস্য তার উত্তর হল, অতিরিক্ত চিন্তা করলে, মস্তিষ্কে রক্ত চলা চল বেড়ে গিয়ে মাথা গরম হয়, মাথায় যন্ত্রণা শুরু হয়। এটা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি। এটা জানতে মোটা মোটা বই পড়তে হয় না, ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়ে না। যেটা দরকার, সেটা হল,অতিরিক্ত চিন্তা করা বন্ধ করা। কিন্তু আমি ভালই জানি এ রকম সহজ উপদেশ দিলেই কেউ অতিরিক্ত চিনা করা বন্ধ করে দেবে না, যতক্ষণ না চিন্তার পিছনে যে কারণ/ গুলি রয়েছে সে গুলিকে কি ভাবে remove করা যায়, সেটা খুঁজে বার করা যাচ্ছে।


Irin Islam
Irin Islam
564 Points

Popular Questions