আমাদের আঙ্গুলের হাড়ের জোড়ার মধ্যে যখন বুদবুদ সৃষ্টি হয় তখন একটু আঙ্গুলের নখ টানাটানি করলে এবং আকা বাকা করলে পটাশ পটাশ শব্দ করে আঙ্গুল ফুটে। আঙ্গুলের নখ ফুটালে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। কারণ আঙ্গুল ফোটানোর অভ্যাস অনেক আগে থেকেই চলে আসছে যদি কোন সমস্যা হতো তাহলে কেউ ভয়ে আঙ্গুলের নখ ফোটাতো না।
islamjahidul05 publisher